ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় এস এসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
ডিসেম্বর ১৩, ২০১৭ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বাশপুকুর উত্তরপাড়া এলাকায় মোছাঃ রিংকি খাতুন(১৫) নামের এক এস এসসি পরীক্ষার্থীর  ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৫টা সময় এঘটনা ঘটে বলে পুঠিয়া থানা অফির্সাস ইনচার্জ সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নিহত ঐ ছাত্রী উপজেলার বাশপুকুর উত্তরপাড়া এলাকার মৃতঃ আঃ রাজ্জাকের মেয়ে ও শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীনি ছিল।
এলাকাবাসী জানায়, বুধবার বিকালে প্রতিবেশীরা বাড়ির ছাদে প্রয়োজনীয় কাজ করতে গিয়ে দেখতে পান যে, মোছাঃ রিংকি খাতুন(১৫) তার ঘরের বারান্দায় ঝুলে আছে। প্রতিবেশী চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার কেরন।

নিহতের মা সাবিনা জানায়, আমি প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বানেশ্বরে একটি ক্রিম ফ্যাক্টরিতে কাজ করতে চলে যায়। স্কুল ছুটি থাকায় ও বাড়িতে অন্য কেউ না থাকায় বাড়িতে সে একাই থাকতো। কিন্তু বিকালে খবর পায় যে, মেয়ে বাড়ির বারান্দায় ওরণা পেচিয়ে ঝুলে আছে। তার মৃত্যার সঠিক কোন কারণ পাচ্ছি না।খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।