পুঠিয়া প্রতিনিধি : ‘আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই শ্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করেছে পুঠিয়া উপজেলা পরিষদ। সেই সাথে বেগম রোকেয়া দিবসও পালন করা হয়। শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষে মানববন্ধন, র্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনের রাস্তায় মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,
মহিলা সংঘ, ক্লাব, এনজিও, মুক্তিযোদ্ধা, ছাত্র ছাত্রী, সহ বিভিন্ন সংগঠননের সদস্যরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল- মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক জুম্মা, পুঠিয়া প্রেসক্লাবের সভাপতি হাসমতদ্দোলা, আল ইনসানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ প্রমুখ।
খবর২৪ঘণ্টা/এমকে