পুঠিয়া প্রতিনিধি: শুক্রবার চারটার সময় পুঠিয়ার জিউ পাড়া বগুড়া পাড়া নব উন্নয়ন ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় মোট আটটি দল অংশ গ্রহন করে, এতে ফাইনালে উঠেন বি-বাড়িয়া একাদশ বনাম সুরাইয়া ভাইকিং ঝলমলিয়া এর খেলায় ২-২ গোলে ড্র হলে তা পরে ট্রাইব্যকারের মাধ্যমে ৪-২ গোল ব্যাবধানে সুরাইয়া ভাইকিং জয় লাভ করেন। এ খেলা পরিচালনা করেন মেহেদী হাসান, সহ কারী রেফারি আতাউর রহমান ও ফজল হাসান।
আর/এস