পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ৫৪৩ টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করেছন এমপি মনসুর রহমান। ইসলামী ফাইন্ডেশনের (ইফা) আওতাধীন পুঠিয়া উপজেলার ৫৪৩টি মসজিদে ২৭লক্ষ ১৫ হাজার টাকা সরকারী অনুদান প্রত্যেকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিমদের জন্য বিতরণ উপলক্ষে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ ও সরকারের সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মনছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহামন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, আ’লীগ নেতা অধ্যক্ষ গোলাম ফারুক, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ। পরে উপজেলার প্রতিটি গ্রাম পুলিশকে পিপি, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোপস বিতরণর করা হয়।
বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসলিমেরা স্বাভাবিকভাবে দান করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয়নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতার দূর করতে প্রধানমন্ত্রী প্রতিটি মসজিদের অনুকুলে পাঁচ হাজার টাকা হারে অনুদান অনুমোদন করেন। খবর২৪ঘন্টা /এবি