1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী একরামের পক্ষে গণজোয়ার - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

পুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী একরামের পক্ষে গণজোয়ার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক একরামুল হকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

আগামী ২৯ ডিসেম্বর পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল হক চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরেজমিন দেখা গেছে বিএনপি অধ্যুষিত এই এলাকা। সুষ্ঠু নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হবেন তিনি।

ভালুকগাছি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আনারস প্রতীকের ব্যাপক প্রচারনা চলছে। সমর্থকরাও বেশ উজ্জীবিত। চায়ের স্টলগুলিতে আনারস প্রতীকের পক্ষে চলছে সরস আলোচনা। আনারস সমর্থক আব্দুল বারী বলেন, সরকার দলীয় প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী থাকলেও একরামুল হকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তবে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না বলে প্রচার চালাচ্ছে প্রতিপক্ষরা। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারলে স্বতন্ত্র প্রার্থী একরাম বিপুল ভোটে জয়লাভ করবেন।

স্বতন্ত্র প্রার্থী একরামুুল হক বলেন, ভোটাররা উজ্জীবিত। আনারস প্রতীকে ভোট দিতে তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। সমর্থদের নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিরোধী পক্ষ আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে দিবে না বলে প্রচারণা চালাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ তিনি জয় পাবেন বলে জানান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, ভালুকগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে নির্বাচনে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST