রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়া বাজারে দলবল নিয়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী সাইদুরের শশুর পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জিউপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালামের ছেলে মুন্না ও তার ভাইয়ের সাথে মুদি জিনিসপত্র কেনাকাটাকে কেন্দ্র করে ঝামেলা হয় একই এলাকার সাইদুর নামের এক ক্ষুদ্র মুদি ব্যবসায়ীর সাথে। পরে উভয় পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি।
এক পর্যায়ে সালাম মেম্বারের নেতৃত্বে আরো কিছু লোকজন এসে ওই ক্ষুদ্র মুদি ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে। এতে করে ব্যবসায়ী সাইদুর ও তার ভাতিজা আহত হয়। বর্তমানে সে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী সাইদুর জানায়, ওই মেম্বারের ছেলে মুন্না ১০০ টাকার সুপারি কিনে দাম না দিয়ে চলে যেতে চায়। আমি তার কাছ থেকে টাকা চাইলে সে আমাকে আগেই টাকা দিয়েছে বলে দাবি করে। এরপর সে আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করে। একপর্যায়ে আমার দোকানের ভিতর ঢুকে আমাকে মারধর শুরু করে। পরে মেম্বার সহ আরও ৮/১০ জন এসে আমাকে আবারও মারধর করে এবং আমার কাছে নগদ ৫৫ হাজার টাকা এবং ২০ কেজি জিরা নিয়ে যায়।
এ বিষয়ে মেম্বার আব্দুস সালাম বলেন, আমি মারধর করিনি। আমার ছেলের সাথে ওই দোকানদারের ঝামেলা হয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম বিষয়টি মীমাংসা করার জন্য।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ/