শারদীয় দুর্গাপুজা উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শণ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
এ সময় প্রতিটি পূজা মন্ডপে ফলের ডালা প্রদাণসহ নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতাও করেন তিনি।
সোমবার ২৩ (অক্টোবর) বিকাল থেকে তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর, বেলপুকুরিয়া, ভাল্লুকগাছী, শিলমাড়িয়া, জিউপাড়া, পুঠিয়া সদর ইউনিয়নসহ পৌরসভার মোট ৫৫টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আর পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসন সহ সকলকে সতর্ক থাকার আহবান জানান এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তিনি । এসময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ।
বিএ/