রাজশাহীর পুঠিয়ায় তামিম (১১) নামের এক শিশু বালক পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে ।
জানাযায়, মৃত তামিম উপজেলার পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের মেডিকেলপাড়া নিবাসী আব্দুল বারি’র নাতি। তামিম ইসলাম ও তার মা, নানির সাথে রাজশাহীর পুঠিয়া ইউনিয়নের কান্দ্রা খলিফাপাড়া গ্রামে আত্নীয়’র বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসেছিল। বিয়ের অনুষ্ঠান আনান্দ ঠিকঠাক মতোই চলছিল কিন্তু তামিম অন্য ছোট ছোট ছেলে মেয়েদের সাথে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। এবং ফিরে না আসায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোজাখুজির পর বিয়ের বাড়ির লোকজন পার্শ্ববর্তী ওই পুকুরে আবার খোঁজতে গেলে পানিতে তামিমকে পড়ে থাকতে দেখে। সাথে সাথে তামিমকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই ঘটনায় বিয়ে বাড়ি মূহুর্তেই শোকের ছায়া নেমে আসে।
এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ঘটনা সত্য, একজন শিশু বাচ্চা পানিতে ডুবে মারা গেছে।
বিএ…