পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পঠিয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান যোগদান করেছেন। একমাস ধরে এই পদটি শূন্য ছিল।
বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে উপজেলা পরিষদ চত্বরে তার কার্যালয়ে আসেন তিনি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানান।
পুঠিয়াতে যোগদান করার আগে জনাব লিয়াকত সালমান রাজশাহীর তানোরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন এবং মহনপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বে ছিলেন তিনি।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন যোগদান করে জনাব লিয়াকত সালমান পুঠিয়াবাসীকে শুভেচ্ছা জানান এবং সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ সুধী সমাজ সহ সকলের সহযোগিতা কামনা করেন।
ন/জ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।