রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগ নেতা মোস্তাক হোসেনকে (২৪) রামদা দিয়ে কোপানো অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী সাব্বির হোসেনের (২৬) বিরুদ্ধে। আহত মোস্তাক পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (১১ আগস্ট) পৌণে একটার দিকে পুঠিয়ার কাঁঠালবাড়িয়ায় এ ঘটনা ঘটে। মোস্তাক পুঠিয়া পৌর সদরের ঢাকা পাড়ার হাকিম আলীর ছেলে।
মোস্তাক জানান, কিছু দিন আগে তার বন্ধু মিজানের মোবাইল কেড়ে নেয় মাদক ব্যবসায়ী ও সেভেন স্টার গ্রুপের সদস্য সাব্বির হোসেন। তার বাড়ি পুঠিয়ায় কাঁঠালবাড়িয়া গ্রামে। তার কাছে শুক্রবার দুপুরে মোবাইলটা আনতে যাই। সাব্বিরের কাছে মোবাইল চাইলে সে ঘর থেকে রামদা হাতে বের হয়ে তাকে কোপ মারে। পরে আহত অবস্থায় তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। আহত মোস্তাকের পরিবার থেকে যোগাযোগ করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএ-