ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
   
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
নভেম্বর ১৫, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর পুঠিয়ায় জানালার সাথে গলায় রশি দিয়ে গৃহবধূ বন্যা খাতুনের (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পুঠিয়ার ডাঙাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী।

সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দিন নাটোরে প্রাণ কোম্পানির কর্মী।

প্রতিবেশিরা জানান, জানালার সাথে গলায় রশি দিয়ে মৃত অবস্থায় বসে রয়েছে বন্যা খাতুন। খবর পেয়ে মঙ্গলবার সকাল দশটার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। এদিকে নিজাম উদ্দিন জানান, রাতে কোম্পানিতে তার ডিউটি ছিল। সকালে বাড়িতে এসে ঘরে গেলে তার স্ত্রী জানালার সাথে গলায় রশি দিয়ে মৃত অবস্থায় বসে থাকা দেখতে পায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ওই গৃহবধূ নিঃসন্তান ছিল। এভাবে মৃত্যু অস্বাভাবিক লাগছে। লাশটি ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।