রাজশাহীর পুঠিয়ায় শোভা ইসলাম (১৬) নামের এক কিশোরী আগাছানাশক খেয়ে আত্মহত্যা করেছে। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাতটার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বানেশ্বর শিবপুর এলাকার দলিল লেখক শরিফুল ইসলামের মেয়ে।
শরিফুল ইসলাম জানান, তার মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনায় মনোযোগী না হওয়ায় গত ২৯ নভেম্বর সকালে তাকে একটু শাসন করি। এতে সে অভিমান করে ওইদিন সকাল এগারোটার দিকে জমির আগাছানাশক পান করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দশ দিন পর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার সকালের দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, শোভাকে পড়াশোনার জন্য শাসন করায় সে আগাছানাশক খেয়ে আত্মহত্যা করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ওই কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দাফন করতে বলা হয়েছে।
বিএ…