1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পিরোজপুরের ঘটনা নিয়ে কথা বলার অধিকার নেই বিএনপির: তথ্যমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

পিরোজপুরের ঘটনা নিয়ে কথা বলার অধিকার নেই বিএনপির: তথ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৫ মারচ, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পিরোজপুরে বিচারককে বদলি নিয়ে বিএনপির চেঁচামেচির কোনো অধিকার নেই।’ তিনি আরো বলেন, ‘পিরোজপুরের ঘটনা নিয়ে কথা বলার অধিকার নেই বিএনপির।’

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘কেননা বিএনপির আমলে রাতের আঁধারে একজন বিচারক তাঁর বাড়িতে আদালত বসিয়েছিলেন। বিএনপির দুই নেতাকে পাশে বসিয়ে রায় দিয়েছিলেন। ল’ ডিগ্রি নেই এমন ব্যক্তিকেও আদালতের বিচারক করা হয়েছিল। ধরা পড়ার পরে বাতিল করা হয়। তাই পিরোজপুরের ঘটনা নিয়ে বিএনপির কথা বলার কোনো অধিকার নেই।’

সম্মেলনে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘সামনে মুজিববর্ষ আসছে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে মুজিববর্ষ পালন করুন। আপনাদের পাপস্খলন হতে পারে। না হলে নির্বাচনের সময় আপনাদের যেভাবে ভরাডুবি হয়েছে ইনশা আল্লাহ আগামী দিনেও আপনাদের ভরাডুবি হবে। আর যাই হোক বিএনপি-জামায়াতকে আর বাংলার মানুষ ক্ষমতায় আসতে দেবে না।’

নাসিম আরো বলেন, ‘দুই বছর ধরে বেগম জিয়ার দল আন্দোলনের হুমকি দিচ্ছে, হুংকার দিচ্ছে। দুই বছর ধরে খালেদা জিয়া জেলে আছে। বিএনপির কর্মীদের ও ভোটারদের অনুরোধ করব আপনার নেত্রী যখন জেলে আছে আর আপনার নেতারা আজ ঘরে বসে ঘুমাচ্ছে। লজ্জা থাকলে ওই বিএনপি নেতাদের তাদের দল থেকে পদত্যাগ করা উচিত।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, সাহাবুদ্দীন ফরাজি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদ শিমুল, নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসিসহ অন্যরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আবারও মঈনুদ্দীন মণ্ডলকে সভাপতি ও আব্দুল ওদুদকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST