খবর২৪ঘণ্টা ডেস্ক: পাবনা প্রতিনিধি: পাবনা জেলা শিল্পকলা একাডেমির নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।
শুক্রবার সকালে তিনি জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করার পর মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা, ললিতা কলা আফা ইনিস্টিটিউট সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা পরিষদের রশিদ হলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। এসময় জেলা শিল্পকলা একডেমির জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমি’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিৎ নাগ, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদরে সভাপতি আব্দুল মতীন খান, সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আবুল কাশেম, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদক শহিদুর রহমান শহিদ, দৈনিক সিনসার সম্পাদক মাহবুব হোসেন, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী বাবলা, সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর সহ-সভাপতি আশরাফ আলী, আওয়ামী শিল্পী গোষ্ঠীর প্রলয় চাকী প্রমুখ।
খবর২৪ঘণ্টা, জেএন