পাবনা ব্যুরো: পুলিশের বিশেষ অভিযানে পাবনা জেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান তোতা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ও সোমবার মধ্যরাতে তাদেরকে আটক করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিএনপি সম্পাদকের বাড়িতে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের কথা নিশ্চিত হয়ে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। মঙ্গলবার বিকেল চারটার দিকে নিজ বাড়ির সামনে থেকে পুলিশ জেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান তোতাকে আটক করে। এ সময় তার সাথে আটক করা হয় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, সুজানগর উপজেলার চিনাখড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম ফকির, জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক মনির হোসেন ও বিএনপি কর্মী সাইফুল ইসলামকে। এর আগে সোমবার রাতে শহরের আব্দুল হামিদ রোড থেকে জেলা স্বেচ্ছসেবক দলের সভাপতি মনোয়ার শামীমকে পুলিশ আটক করে।
ওসি আরো জানান, আটককৃতরা সকলেই গত ১ জানুয়ারি পুলিশের ওপরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ