পাবনা ব্যুরো: জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার বর্ধিতসভা শনিবার বেলা ১টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল্লাহ, মো. তোফাজ্জল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহ্মেদ, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ, মোশাররফ হোসেন।
জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মালিথার পরিচালনায় বর্ধিতসভায় বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলম, প্রদীপ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, দপ্তর সম্পাদক এম. রুহুল আমিন, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আ. সালাম, পৌর আহ্বায়ক আব্দুল বারিক প্রমূখ।
এসময় নির্বাহী সদস্য আবুল হোসেন, সাইফুল ইসলাম, ওমর ফারুক, মো. সেলিম, সাদেক ইমাম হিরু, সোহরাব হোসেন, মোহাম্মদ আলী, মো. মতিয়ার, বাদশা আলম, আশরাফুল হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিতসভায় ২৭ জানয়ারি জাতীয় শ্রমিক লীগ পাবনা সদর উপজেলা ও পৌর কমিটি সম্মেলন উপলক্ষে ৭ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন এবং পরববর্তীতে জেলা সম্মেলনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ, প্রতিটি ইউনিটের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ