পাবনা প্রতিনিধি: পাবনা আমিনপুর থানার ঢালার চর এলাকায় আলোচিত পুলিশ হত্যা মামলাসহ ৯ মামলার পালাতক আসামি নিজাম মন্ডল ওরফে বড় নিজাম পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে পাবনা সুজানগর ও আমিনপুর থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, নিজাম মন্ড ঢালার চরে আলোচিত পুলিশ হত্যা মামলার এক নাম্বার আসামি। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তে আমরা আমিনপুর থানার ফোর্স নিয়ে ঢালার চর এলাকায় অভিযান চালাই। পুলিশের অবস্থান বুঝতে পরে সে পুলিশকে ভয় দেখানোর জন্য গুলি ছোরে। পুলিশ পাল্টা গুলি চালালে নিজাম নিহত হয়। তার সাথে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।
তিনি জানান, ঘটনা স্থল থেকে একটি দেশি পিস্তল তিন রাউন্ড তাজা গুলি ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিজামের মরদেহ বর্তমানে বেড়া হাসপালে পাঠানো হয়েছে। অবস্থা বুঝে পাবনাতে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ