1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাবনায় শামসুল আরেফিন স্মৃতি ৩৫তম জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্ধোধন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন

পাবনায় শামসুল আরেফিন স্মৃতি ৩৫তম জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্ধোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

পাবনা ব্যুরো: স্থানীয় সরকার বিভাগের সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক বলেছেন, জাতীয় পর্যায়ের বিভিন্ন খেলা অনুষ্ঠানের জন্য পাবনা জেলা অন্যতম। এ জেলায় যোগ্য, দক্ষ খেলোয়াড় রয়েছে। প্রচুর দর্শক আর পৃষ্ঠপোষক থাকায় সরকারিভাবে জাতীয় পর্যায়ের যে কোন খেলা এ জেলায় পরিচালনা করা সম্ভব। ।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায়, পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শনিবার পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে রুচি ফি. ম. শামসুল আরেফিন স্মৃতি ৩৫তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খেলাধুলার পাশাপাশি এ জনপদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা তৎপর হলে আরও উন্নয়ন করা সম্ভব। তিনি প্রাচীন জনপদের ঐতিহ্যবাহী জেলা শহরের পুরাতন পাবনা পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করা সম্ভব বলে মন্তব্য করেন।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর উর রহমান, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি, পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। এর আগে স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক সহ অন্যান্য অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন সাধারন সম্পাদক  আমির হোসেন বাহার, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রেস ক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ মোশারফফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রেজাউল হোসেন বাদশাসহ সাংবাদিক, খেলোয়াড়বৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও স্কয়ার টয়লেট্রিজ লিঃ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, টুর্নামেন্টে ৬টি বিভাগের ৪৫টি জেলার মোট ৫৯টি দলের ২৯০ জন খেলোয়ার অংশ নিচ্ছে। এর মধ্যে ২৪৫ জন পুরুষ ও ৪৫ জন মহিলা খেলোয়ার। প্রতিদিন ৯৯টি করে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৩১ জানুয়ারি। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মাছরাঙা টেলিভিশন ও এটিএন বাংলা। পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST