পাবনা ব্যুরো: পাবনায় ভেজাল গবাদী পশুর খাদ্য তৈরির সরঞ্জামসহ ১জনকে আটক করেছে আমিনপুর থানা পুলিশ। বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই. শাহিন মোহাম্মদ ও অনু ইসলাম এর নেতৃত্বে প্রায় লক্ষাধিক টাকার ভেজাল গবাদী পশুর খাদ্য এবং খাদ্য তৈরির সরঞ্জামসহ খাদ্য প্রস্তুতকারী নজরুল ইসলাম (৪৫) কে আটক করা হয়। আটককৃত নজরুল ইসলাম শাহাজাদপুর থানার জামিরতা গ্রামের মোহাম্মদের ছেলে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকুমার মহন্ত জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার শশুর হেলাল উদ্দিন মন্ডল’র বাড়িতে ভেজাল গবাদী পশুর খাদ্য তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নজরুল ইসলামকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ