পাবনা প্রতিনিধি: পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের একটি স্তম্ভ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০২ অক্টোবর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মো. শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে স্কুল বন্ধ করে যাওয়ার সময় শহীদ মিনারটি তারা ভাল দেখে গেছেন।
বুধবার সকালে স্কুলে গিয়ে তারা শহীদ মিনারের একটি স্তম্ভ ভাঙা দেখতে পান।
গেলো রাতের কোনো এক সময় কে বা কারা শহীদ মিনার ভাঙচুর করেছে বলে ধারণা শিক্ষকদের। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন