পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চরতারাপুর ইউনিয়নের দীঘি গোহাইলবাড়ী এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
চরতারাপুর ইউনিয়নেরর চেয়ারম্যান রবিউল হক নৌকাডুবির দূর্ঘটনা নিশ্চিত করে জানান, এদিন দুপুর ২টার দিকে দীঘি গোহাইলবাড়ী থেকে ৮ জন যাত্রী নিয়ে ছোট্ট একটি নৌকা নদীর অপরপাড়ে ভাদুরডাঙ্গি ঘাটের দিকে রওনা হয়। যাত্রা শুরুর কিছুক্ষনের মধ্যেই প্রবল স্রোতের টানে নৌকাটি উল্টে যায়। নৌকার ৫ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হাশেম (৫০) এবং বিপুল ও নাঈম নামের দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, নৌকাডুবির ঘটনায় স্থানীয়রা নদীতে উদ্ধারে নেমেছেন। পাবনায় কোনো ডুবুরী না থাকায় রাজশাহীতে সংবাদ দেয়া হয়েছে। রাজশাহীর ডুবুরী দল ইতিমধ্যে রওনা হয়েছেন। তারা এসে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন