সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় নানা আয়োজনে শুভ বড়দিন উদযাপন

R khan
ডিসেম্বর ২৫, ২০১৭ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাবনা ব্যুরো: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনে সোমবার পাবনায় পালিত হচ্ছে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। বড়দিন উদযাপন উপলক্ষ্যে পাবনার সকল গীর্জা আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরী, পিঠা তৈরী সহ নানা আয়োজনে খ্রীস্টান বাড়ি গুলো হয়ে উঠে উৎসবমুখর।
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থণা। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চের পালক মি. ইসাহাক সরকার। প্রার্থনায় দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থণা শেষে বড়দিনের কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সহ অনেকে।
শান্তিপূর্ন পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যাতে বড়দিন উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।