পাবনা প্রতিনিধি: আধিপত্য বিস্তার নিয়ে পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১১ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৪৫) চর ঘোষপুর গ্রামের আজাহার আলী মন্ডলের ছেলে। পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দিন জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে চর ঘোষপুর গ্রামের তারেক ও আতিয়ার গ্রুপের মধ্যে বেশকিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।