পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার একটি গ্রামে ছেলের পর বাবাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল জেলার প্রথম করোনায় আক্রান্ত হন এক যুবক। এ ঘটনার তিনদিন পর এবার ওই যুবকের বাবা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই যুবকের বাবার বয়স ৬০ বছর। তিনি ছেলের সংস্পর্শে এসেছিলেন। তবে তার শরীরে এখনো করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।
চাটমোহর ইউএনও সরকার মোহাম্মদ রায়হান জানান, ছেলে করোনায় আক্রান্ত হওয়ার পর পরিবারের ১৩ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সঙ্গে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে প্রথম আক্রান্ত যুবকের বাবার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
খবর পেয়েই গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই ব্যক্তিকে পরিবার থেকে আলাদা করে রাখার ব্যবস্থা করা হচ্ছে। রোববার তার স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।