পাবনার সাঁথিয়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী শ্যালোইঞ্জিন চালিত করিমনের চাপায় সায়মা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার উত্তর শোলাবাড়িয়া গ্রামের গ্রামের আজিজুল হকের মেয়ে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া-মাধপুর সড়কের উত্তর শোলাবাড়িয়া গ্রামে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল শিশু সায়মা।এ সময় দ্রুতগামী শ্যালোইঞ্জিন চালিত করিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু সায়মার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।