পাবনা ব্যুরো: পাবনার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে আতিক হোসেন ওরফে রতন ওরফে বীর মুজাহিদ (২৪) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ছয়টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এটিইউ পরিদর্শক মো. হারুন অর রশিদ সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক আতিক ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে আসছিলেন। তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশে অনলাইন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন।
তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এটিইউ পরিদর্শক হারুন অর রশিদ।
খবর২৪ঘন্টা/নই