পাবনা প্রতিনিধি: সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসুদাপায় অবলম্বনে সহায়তার অভিযোগে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ ড. মো: রেজাউল ইসলাম ও একই কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আব্দুল হককে ওএসডি করা হয়েছে। তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
গত ২৭ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের ওএসডি করা হয়। আদেশে তাদের ২৯ মে তারিখের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম জানান, কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগটি পাবনা জেলা প্রশাসন থেকে লিখিতভাবে জানানো হয় শিক্ষা মন্ত্রণালয়ে। অধ্যক্ষসহ দু’জনকে ওএসডি করা হয়েছে বলে আমি জেনেছি।
এ বিষয়ে কথা বলার জন্য কলেজ অধ্যক্ষ রেজাউল ইসলামের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত: গত ২৬ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলে সহায়তার দায়ে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজ অধ্যক্ষ রেজাউল ইসলাম ও একই কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আব্দুল হক সহ চার শিক্ষককে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সময় ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে নকল করার দায়ে বুলবুল কলেজ সহ বিভিন্ন কলেজ থেকে আটক করা হয় ১৩ পরীক্ষার্থীকে। ওইদিন ভ্রাম্যমান আদালতে পরীক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আর জেলা প্রশাসন থেকে কোনো অভিযোগ না দেয়ায় পরদিন ২৭ মে সকালে আটক শিক্ষকদের কাছ থেকে মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/নজ