খবর২৪ঘন্টা আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবে পাঁচ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার ভোরে পাঞ্জাবের ইন্দো-পাক সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতদের অনুপ্রবেশকারী বলে দাবি করলেও তারা কোন দেশের নাগরিক তা জানায়নি বিএসএফ।
বিএসএফ কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই।
কর্মকর্তাদের দাবি, অনুপ্রবেশকারীরা তারন তরান জেলার খেমকারান সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারতের পাশ দিয়ে প্রবেশের চেষ্টা করছিল। এসময় থামতে বলা হলে তারা বিএসএফের দায়িত্বরত সদস্যদের ওপর গুলি চালায়। এসময় দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ ৫ অনুপ্রবেশকারী নিহত হয়।
খবর২৪ঘন্টা/নই