স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে জিটিভি।
অপর দু’টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ জানুয়ারি।
এর আগে দশটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান আটটিতে এবং বাংলাদেশ দু’টি ম্যাচে জয়লাভ করে।
সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। পাকিস্তানের মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মো. মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।
এমকে