খবর২৪ঘণ্টা ডেস্ক: আফগানিস্তানে বিভিন্ন সংঘাতে গত প্রায় পাঁচ বছরে ৪৫ হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। অথচ এসব সংঘাতে বিদেশি সেনা নিহতের সংখ্যা মাত্র ৭২ জনেরও কম। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ তথ্য জানিয়েছেন।
দেশটিতে এই বিপুলসংখ্যক সেনা নিহতের এই সংখ্যা পূর্ব ধারণাকেও ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ঘানি এর আগে গত বছরের নভেম্বরে বলেছিলেন,
২০১৫ সাল থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ২৮ হাজারের বেশি সদস্য নিহত হয়েছে।
তবে এবার নতুন বছরের গোড়াতেই তিনি বলেন, ২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দেশের নিহত সেনা সদস্যদের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে।
সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ভাষণে এ পরিসংখ্যানটি তুলে ধরেছেন প্রেসিডেন্ট ঘানি।
সূত্র: ইন্টারনেট
খবর২৪ঘণ্টা, জেএন