খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশের সুরক্ষার কাজে নিয়োজিত মার্কিন প্রতিরক্ষা দফতরের সংশ্লিষ্ট সংস্থা পশ্চিম উপকূলে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েনের জন্য উপযুক্ত জায়গা খুঁজতে শুরু করেছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর হামলা হলে যুক্তরাষ্ট্র কীভাবে সুরক্ষা নিশ্চিত করবে; এ নিয়ে উদ্বেগ বাড়ছে। উদ্বেগের মাঝেই শনিবার যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস সদস্য নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েনে জায়গা নির্ধারণের কাজ শুরুর তথ্য জানিয়েছেন।
উ. কোরিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে সিউলে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী হাই অ্যালটিচিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থা মোতায়েন রয়েছে। এবার এই ব্যবস্থা পশ্চিম উপকূলে বসাতে পারে যুক্তরাষ্ট্র।
চলতি বছরে উত্তর কোরিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আগামী কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পিয়ংইয়ংয়ের পারমাণবিক আঘাত হানার শঙ্কা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে মার্কিন সরকারের ওপর চাপ তৈরি করেছে।
বুধবার উত্তর কোরিয়া নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে; যা ১৩ হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। শুক্রবার দক্ষিণ কোরিয়া বলছে, উ. কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র ওয়াশিংটনে আঘাত হানার উপযোগী।
মার্কিন কংগ্রেসের হাউজ আর্মড সার্ভিস কমিটির সদস্য মাইক রজার্স বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা (এমডিএ) পশ্চিম উপকূলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা নিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ