খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার আদেশ জারি করেছে, যার সঙ্গে পরের দুই দিনের সাপ্তাহিক ছুটিও যোগ হবে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই আদেশে বলা হয়, “মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস সার্ভিস পর্যায়ক্রমে চালু করা হবে।”
দেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ২৬ মার্চ থেকে সব অফিস আদালতে ছুটি চলছে, যা ৪ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এই সময়ে সড়ক, নৌ ও বিমান চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকতে বলা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।