খবর২৪ঘণ্টা ডেস্ক: পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর পাহাড়ি এলাকায় একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এতে আরোহন করা চারজনই প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রবিবার (১৬ ডিসেম্বর) এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিপি জানায়, হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, এতে দুইজন চালক, একজন নার্স ও একজন ডাক্তার প্রাণ হারিয়েছেন। উদ্ধার অভিযান চলছে, কিন্তু এখনও ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।
আইএনইএম এর ওই হেলিকপ্টারটি স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিখোঁজ হয়ে যায়। ৭৬ বছর বয়সী এক হৃদরোগে আক্রান্ত ব্যক্তিতে হাসপাতালে নামিয়ে দিয়ে ফিরছিলো হেলিকপ্টারটি।
ভালনাগো ফায়ার স্টেশনের এক মুখপাত্র জানান, হেলিক্পটারটির খোঁজে ২০০ জন উদ্ধারকারী অংশ নিয়েছেন। আইএনইএম জানায়, ব্রাগাঙ্কায় ঘাঁটিতে ফিরে যাচ্ছিলো বিমানটি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটি ভূপাতিত হয়।
খবর২৪ঘণ্টা, জেএন