নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি শাহরিয়ার আলমের নির্দেশেই বিএনপির এমপি প্রার্থী আবু সাইদ চাঁদকে জামিনে বের হয়ে আসার সময় বারবার জেলগেট থেকে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শনিবার বিকেলে দলীয় চুড়ান্ত একক প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। তিনি আরো অভিযোগ করেন, শাহরিয়ার আলমের নির্দেশেই চাঁদ জেলে রয়েছেন। যা খুবই অমানবিক। আবু
সাইদ চাঁদকে দ্রুত সময়ের মধ্যে মুক্তির দাবি জানান তিনি। এর আগে তিনি ও রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন মনোনয়ন জমা দেন। উল্লেখ্য, বিএনপির প্রতিষ্টাবার্ষিকীর সভাস্থল মাড়িয়া ঈদগার পাশ থেকে গত ১ সেপ্টেম্বর বিকেলে চাঁদকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বিস্ফোরক মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়। তখন থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন চাঁদ। তার নামে ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর ২৪ ঘণ্টা/এমকে