1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পবায় ১ দিনে আরো ২৯ জন করোনা পজিটিভ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

পবায় ১ দিনে আরো ২৯ জন করোনা পজিটিভ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২ জুলা, ২০২০
পবা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে আজ বৃহস্পতিবার ৭৭ জনের নমুনায় করোনা শনাক্ত। এর ৭৫ জনই রাজশাহী ও ২ জন পাবনার বাসিন্দা।রামেক মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে পবার ২৯ জন করোনা পজিটিভ হয়েছেন।

পবার আক্রান্তরা হলেন- শহিদুল (৩৬), আবদুল হাকিম (৬০), রুবেল (৩১), নওরিন (১৯), পৃথিবী (৪), আনিসুর (৩২), মনোয়ারা (৩৪), আলিফ-লাম-মীম (৪২), আবদুল হান্নান (৫৬), রফিকুল (৫২), আশরাফুল ইসলাম (৪২), তানজিম (২০), হেলাল (৪০), মুনারুল (২১), হোসনে আরা (৫০), মরিয়ম বেগম (৬৫), তানভির (৪৪), ডা. মাহবুবা খাতুন (৪৪), তামান্না নাসাত (৪৪), মারুফ (২৪), খায়রুন (২৪), মাহমুদ (৩৫), তকলিকুর (২৪), আবিদ (১০), তামিম (২২), হাসান তারেক (৩১), নওরিন (১৪), জামিয়া (১৬) এবং আরিফ (৩৮)।

রাজশাহী মেডিকেল কলেজের দুইজন হলেন- জহির ইমরান (৩২) ও ডা. নাঈমুল হক (৪৮)।

র‌্যাব-৫ এর আক্রান্তরা হলেন- ইখতিয়ার শেখ (২৪) ও হাফিজুর রহমান (৪৪)। নগরীর আক্রান্ত অন্যরা হলেন- ৯ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর (৪০), ২৭ নম্বরের সেতু (৩০), ইসরাত (৩০), ২৫ নম্বরের মৌ (২৬), আমেনা (৬০), ৩ নম্বরের ঝর্ণা (২৮), ১৪ নম্বরের আফসানা (২৬), লামিয়া (২৬), ডা. খোরসেদুল (৩৫), সেলিনা (৪৪), আয়েশা আক্তার (২৬), ১১ নম্বরের বাবুল মিয়া (৬৮), ৯ নম্বরের রকি (৩১), ২৯ নম্বরের রবিন (২১), বদরুল (৬৮), ১২ নম্বরের তানভির (২৩) রেসমা (৩৫), ১৫ নম্বরের আবদুল মফিজ (৪০), ১২ নম্বরের আশরাফুন্নেসা (৬৫), ১০ নম্বরের নাজমুল (১৮), ২২ নম্বরের রেনুকা (৫৫), ২০ নম্বরের নুরুন (৬৭) এবং ৮ নম্বরের গুলসান (৬২)।

আরএমপির আক্রান্তরা হলেন- ফয়েজ উদ্দিন (৫২), আবদুল মান্নান (৫৮), হায়দার আলী (৫০), ফজলুল হক (৪১), শামিমা ইয়াসমিন (৫০), আকরাম আলী (৪৬), পূর্ণিমা টুডু (২৬) এবং ফারুক হোসেন (৫০)।

এদিকে নতুন ৭৫ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৬০।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মলিকুলার ল্যাবেও প্রতিদিন নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST