রাজশাহীর পবা উপজেলায় সৎ ভাইদের মারধরে আহত ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি রাজশাহীর পবা উপজেলার সারংপুর গ্রামের আবদুল বাকীর ছেলে ইসমাইল হোসেন (৪০)।
জানা গেছে, গত বুধবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাফি, জোহর ও রত্মা বাড়ির সামনে ইসমাইলের ওপর অতর্কিত হামলা করে ইসমাইলের মাথায় হাঁসুয়ার
কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে আহতবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। নিহত ইসমাইলের সৎ ভাই সাফি (৩২), জোহর (২২) এবং জোহরের স্ত্রী রতœা খাতুনের (২০) বিরুদ্ধে ইসমাইলকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইসমাইলের মামা কামরুজ্জামান এ দাবি করেন।
এ বিষয়ে পবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল বলেন, ইসমাইল এবং তার সৎ ভাইদের বাড়ি পাশাপাশি। সৎ ভাইয়েরা বাড়িতে কেউ নেই। হত্যাকাÐের বিষয়ে তিনি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় একটি হত্যা মামলা দায়ের হবে।
এস/আর