পবা প্রতিনিধি :
আজ শুক্রবার পবা উপজেলার দর্শনপাড়ায় বজ্রপাতে হাসিরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাসিরুল তার বাড়ির পাশে বিলে ধানের জমিতে কাজ করছিল। এমন সময় বৃষ্টির মাঝে বজ্রপাতে তার মৃত্যু হয়। পাশেই আরও কয়েকজন কাজ করছিল- তারা সবাই সুস্থ আছে।
রাজশাহী মেট্রোপলিটন কর্নহার থানা পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে রাত্রে লাশ দাফন করা হয়। মৃত্যু হাসিরুল পবা উপজেলার দর্শনপাড়ার বারইপাড়া গ্রামের মোঃ জয়নাল হকের বড় ছেলে।
এমকে