1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পবার হুজরীপাড়া ইউনিয়ন নির্বাচনে বিএনপির প্রার্থী চুড়ান্ত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

পবার হুজরীপাড়া ইউনিয়ন নির্বাচনে বিএনপির প্রার্থী চুড়ান্ত

  • প্রকাশের সময় : রবিবার, ৯ সেপটেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : 
আগামী ৩ অক্টোবর ২০১৮ ইং তারিখ রাজশাহীর পবা উপজেলার হুজরীপাড়া ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার আলীর হাতে রোববার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রের নিদের্শনা অনুযায়ী বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন মনোয়নপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, বিএনপি নেতা সেলিম রেজা বাচ্চু, ইব্রাহিম রহমান, নজুরুল ইসলাম, আবুল কাশেম সরকার, মাজদার রহমান, পবা উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আহম্মেদ, যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম, যুবদলের নির্বাহী সদস্য মজিবুর রহমান ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি রানা সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী। বিএনপি নেতা মিলন বলেন, দেশ এখন পরাধিনতার শিকলে বাধা পড়ে গেছে। বতর্মান সরকার নিজের

আখের গুটিয়ে নেওয়ার জন্য একটি বিশেষ দেশের নিকট দেশকে বিক্রি করার পাঁয়তারা করছে। সর্বাধিক দুর্নীতি করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে এই সরকার প্রধান ও তাদের সহযোগিরা। দেশে এখন কোন গণতন্ত্র নাই। দেশের মানুষের কোন স্বাধীনতা নাই। এখন দেশে চলছে গুম, খুন, নির্যাতনের রাজনীতি ও বিরোধী দলকে নিপিড়ণ, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে সাজা প্রদান। দেশমাতা বেগম খালেদা জিয়া সহ বিএনপি ও ২০ দলীয় জোটের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে এই সরকার। তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানষ কন্যা মাদার অব হিউম্যানিটি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখে পুণরায়

তারা প্রহসনের নির্বাচন করার জন্য স্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্ন ভেঙ্গে দিতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অত্যন্ত সতর্কতার সাথে পথ চলতে হবে। আওয়ালীগের সন্ত্রাসীরা সিটি কর্পোরেশন নির্বাচনের ন্যায় ভোট ডাকাতী করে বিএনপি’র বিজয় ছিনিয়ে নিতে না পারে তার জন্য পাহাড়া দিতে হবে। সেইসাথে বেগম খালেদা জিয়ার মুক্তি ও অনির্বাচিত এই সরকারেরর পতনের আন্দোলনে সকল নেতকর্মীকে একসাথে মাঠে থাকার আহবান জানান মিলন।

খবর২৪ঘণ্টা/এমকে 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST