সংবাদ বিজ্ঞপ্তি : পবা উপজেলা বড়গাছি ইউনিয়ন বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সোহেল রানাকে আহবায়ক, নজরুল ইসলামকে সদস্য সচিব, ফিরোজ উদ্দিন মৃধা, মোজাম্মেল হক ভিকু, জয়নাল হক, আবু হেনা, আশরাফ আলী ও আহসান হাবিব স্বপনকে যুগ্ম সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন, জেকের আলী, মকবুল হোসেন, আব্দুর রহমান, আব্দুল খালেক, গোলাম মোস্তাফা, সুলতান আহম্মেদ, কহিনুর হোসেন, রহিমা বেগম, প্রভাষক আফসার আলী, আব্দুল আজিজ মেম্বর, আকবর আলী মাষ্টার, গফুর উদ্দিন মাষ্টার, সাদরুল ইসলাম, আলমগীর হোসেন, মোজাফ্ফর রহমান, ইব্রাহিম হোসেন, মুনসুর রহমান, রফিকুল ইসলাম, রাইহান উদ্দৌলা পান্না, রফিকুল
ইসলাম মেম্বর, নজিবুর রহমান মেম্বর, কিয়াম উদ্দিন, জয়নাল আবেদীন, আব্দুস সালাম, সালামত আলী মেম্বর, ফারুক আহম্মেদ মেম্বর, জালাল উদ্দিন সরকার ও আফসার আলী মেম্বর।
আরো সদস্যরা হলেন, বাবুল হোসেন, শামসুল আলম, মজিবর রহমান, মখলেসুর রহমান, কাওসার আলী, রেজাউল করিম. আফজাল হোসেন, আবুল হোসেন, তাহাসিন, বাবর আলী, কফিল উদ্দিন, মুকুল হোসেন, দুলাল হোসেন, আব্দুল মান্নান, মুনতাজ আলী, মোস্তাফিজুর টুটন, ফজলে আলী, তাহির আলী, রেজাউল করিম রেজু, তোতা, দুলাল হোসেন মেম্বর, তপন কুমার, ইব্রাহিম হোসেন, ওলি আহম্মেদ, আব্দুর রাজ্জাক, জিন্নাত আলী, ফারুক আলী, আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, আলাম উদ্দিন, এসহান আলী, মোজাম হোসেন, বাবু ও আসাদুল হক। জেলা বিএনপি’র আহবায়ক এই কমিটি অনুমোদন করেন।
আর/এস