খবর২৪ঘণ্টা ডেস্ক: মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ২২তম স্প্যান বসছে আজ। সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসলে দৃশ্যমান হবে ৩ হাজার ৩০০ মিটার সেতু। মাওয়া পাড় থেকে সবচেয়ে কাছের স্প্যান হবে এটি।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, আগামী শনিবার স্প্যানটি বসানোর পরিকল্পনা ছিল। কিন্তু ওই দিন চায়নিজ নিউ ইয়ার থাকায় এ তারিখ দুই দিন এগিয়ে আনা হয়েছে। কারণ পদ্মা সেতুতে অনেক কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মী চীনের।
দায়িত্বশীল একটি সূত্র জানায়, পদ্মা সেতুর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান। এর মধ্যে ২১টি স্প্যান স্থাপন হয়ে গেছে। আজ বসছে ২২তম স্প্যান। সিডিউল মেনে কাজ সম্পন্ন করতে পারলে ২০২১ সালের জুলাই মাসের মধ্যেই ৪১টি স্প্যান বসানো শেষ হবে।
এমকে