1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পদ্মা এক্সপ্রেসের গন্তব্য হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

পদ্মা এক্সপ্রেসের গন্তব্য হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে

  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: এবার রাজশাহী ছাড়িয়ে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস পৌঁছাবে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে পদ্মা এক্সপ্রেস চলাচলের ঘোষণা দেবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তবে চাপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের অবকাঠামোগত কিছু অসুবিধার কারণে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হতে সময় লাগবে আরও কিছুদিন। শিগগিরই নির্মাণকাজ সম্পন্ন করার কথা জানিয়েছে রেল দফতর।

জানা গেছে, প্রতিদিন বিকেল ৪টায় রাজশাহী থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যায় পদ্মা এক্সপ্রেস। রাত ৯টা ৪০ মিনিটে পৌঁছায় গন্তব্যে। এরপর রাত ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে রাজশাহীর উদ্দেশে। এখানে পৌঁছায় ভোর ৪টা ৪৫ মিনিটে। একই সময়ে চাঁপাইনবাবগঞ্জ থেকেই চলাচল করবে ট্রেনটি। এরই মধ্যে এই আয়োজনের সব প্রস্তুতি সেরে ফেলেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

পদ্মা এক্সপ্রেস বাদেও রাজশাহী-ঢাকা রুটে আন্তঃনগর ধূমকেতু ও সিল্কসিটি এক্সপ্রেস চলাচল করে। আগামী ২৫ এপ্রিল থেকে এই রুটে চালু হতে যাচ্ছে প্রথম ও একমাত্র বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বনলতা এক্সপ্রেস চালুর মধ্য দিয়ে ২৫ এপ্রিলের পর থেকে রাজশাহী-ঢাকা রুটের ট্রেন হচ্ছে চারটি।

এর মধ্যে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। পূর্ব নির্ধারিত সময়ে ট্রেনটি এই রুটে চলাচল করবে।

জিএম আরও বলেন, গন্তব্যে পৌঁছানোর পর ট্রেনের পরিচ্ছন্নতার প্রয়োজন পড়ে। এছাড়া ট্রেন পরিচালনায় নিয়োজিতদের বিশ্রামও জরুরি। চাঁপাইনবাবগঞ্জে এই দুটি বিষয় নিশ্চিত করতে কিছু অবকাঠামো নির্মাণের প্রস্তুতি চলছে। নির্মাণকাজ শেষে হলেও যতদ্রুত সম্ভব চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে পদ্মা এক্সপ্রেসের বাণিজ্যিক চলাচল শুরু হবে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST