লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীতে সোহেল আলী নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩১ কেজি ওজনের এক বাঘাইড় মাছ। বৃহস্পতিবার উপজেলার রাইটা পাথরঘাটা এলাকায় ওই মাছটি ধরা পড়ে। মাছিটি লালপুর পাইকারী মাছ বাজারে নিয়ে আসলে বিশাল এ মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
লালপুর পাইকারী মাছ বাজারের আড়তদার ফুরকানের আড়তে মাছটি প্রতি কেজি ৮৬৫ টাকা হিসেবে ২৭ হাজার টাকায় কিনে নেন ফড়িয়া ফজলুর রহমান । পরে তিনি নাটোরের কাদিরাবাদ সেনানিবাস এলাকায় প্রতি কেজি এক হাজার ৫০ টাকা দরে বাঘাইড় মাছটি বিক্রি করেন বলে তিনি জানান।
এস/আর