খবর২৪ঘণ্টা ডেস্ক: নির্মীয়মান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৬ষ্ঠ স্প্যান বসবে আজ। স্প্যানটি বসবে সেতুর ৩৭ ও ৩৬ নম্বর পিলারের ওপরে। এ নিয়ে পদ্মাসেতুতে ৬টি স্প্যান বসবে। এর মধ্য দিয়ে ৯০০ মিটার সেতু দৃশ্যমান হচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাহাজে স্প্যানটি জাজিরার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।
পদ্মা মূল সেতুর প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ৩ হাজার ৬০০ টন ক্ষমতাসম্পন্ন ক্রেনে তুলে নেওয়া হয়। বুধবার সকালে কুয়াশা কাটলে স্প্যানটি সেতুর পিলারে বসানোর কাজ শুরু হবে।
সেতু প্রকল্প সূত্র জানায়, এর আগে নদীর চর কেটে ক্রেনে করে স্প্যান পিলারের কাছে নিয়ে যাওয়ার পথ তৈরি করা হয়। এছাড়া স্প্যান ফেব্রিকেশন ইয়ার্ডে ৩৪, ৩৩, ৩২, ৩১ নম্বর পিলারগুলোতেও স্প্যানের বিভিন্ন অংশ জোড়া দেওয়া হয়েছে। জানুয়ারির শেষদিকে এসব স্প্যান একের পর এক পিলারে বসানো শুরু হবে।
গত বছরে জাজিরা প্রান্তের ৬টি পিলারে সেতুর ৫টি স্প্যান বসলে সেতুর পৌনে এক কিলোমিটার দৃশ্যমান হয়। সেসব স্প্যানে এখন চলছে রেল সংযোগের কাজ। তবে কিছুটা পিছিয়ে আছে স্প্যানের উপরিভাগে সড়ক নির্মাণের কাজ।
সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, রেল স্ল্যাব বসানোর কাজ চলছে। আর সড়কের প্রায় ৩০০ এর মত স্ল্যাব প্রস্তুত হয়েছে। এ মাসেই বসানো শুরু হবে ৬ লেনের রোড স্ল্যাব বসানোর কাজ।
প্রকল্প সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ৬৩ শতাংশ। এর মধ্যে মূল সেতুর কাজ হয়েছে ৭২ ভাগ আর নদী শাসনের কাজ হয়েছে ৪৯ ভাগ।
খবর২৪ঘণ্টা, জেএন