সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

পদ্মাসেতুর জটিলতার সমাধান করতে সময় লাগবে,কাদের

R khan
ডিসেম্বর ২৭, ২০১৭ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পদ্মাসেতুর মূল কাঠামো নির্মাণ করতে গিয়ে নদীর নিচে মাটির গঠনগত জটিলতার সমাধান করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারপরও নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ করার বিষয়ে আশাবাদী তিনি।
মোট ৪১টি স্প্যান থাকবে দেশের বৃহত্তম এই সেতুতে। গত ৩০ সেপ্টেম্বর মূল প্রথম স্প্যান বসানোর দিন প্রতি মাসে একটি করে স্প্যান বসানোর আশা করা হয়েছিল। সেই হিসাবে এতোদিনে চারটি স্প্যান বসে যাওয়ার কথা ছিল। কিন্তু দ্বিতীয় স্প্যান বসাতে গিয়ে নদীর তদলেদেশে গভীর কাদার স্তর পাওয়া যায়। আর এই জটিলতার সমাধানে সেতুর নকশায় পরিবর্তন আনার কাজ শুরু হয়।
বুধবার দুপুরে মুন্সিগঞ্জে মস্তফাগঞ্জ সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী।
কাদের বলেন, ‘নির্দিষ্ট তারিখ দিয়েও আমরা সেই নির্ধারিত সময় রাখতে পারি না। দ্বিতীয় স্প্যান বসতে আমাদের আরও একটু সময় লাগবে, যেটা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে।’
‘দ্বিতীয়স্প্যান বসার পর সাতদিন থেকে আটদিন পর আরও নতুন স্প্যান বসানো যাবে। এভাবে বসবে আরও ৩৯ টি স্প্যান।’
‘পদ্মা নদী পৃথিবীর আমাজানের মতো একটি নদী, একেবারে অনিশ্চিত একটি নদী’ এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘পদ্মার নিচে অনেক বেশি অনিশ্চিত পরিস্থিতি। সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। তবে আমাদের টার্গেট আমরা যথা সময়েই শেষ করব।’
এখন পর্যন্ত সেতুর সামগ্রিক অগ্রগতি ৫০ শতাংশ হয়েছে বলেও গণমাধ্যম কর্মীদেরকে জানান সেতুমন্ত্রী।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।