1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নয়ের দশকেই শুরু ‘সঞ্জু’-র প্রচার! এ কেমন ছবি শেয়ার করলেন ঋষি! - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

নয়ের দশকেই শুরু ‘সঞ্জু’-র প্রচার! এ কেমন ছবি শেয়ার করলেন ঋষি!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ছবির পাবলিসিটি? নাকি ছেলের প্রতি অপত্য স্নেহ? হয়তো তাও নয়। এ স্রেফ সঞ্জয় দত্তের প্রতি প্রবল সমর্থন আর সহানুভূতি। তবে সেই সঙ্গে আজকের ছবি রিলিজের পালে হাওয়া লাগানো তো রয়েছেই। নাহলে আজকের দিনটা বেছে নিতেন কেন ঋষি কাপুর? যাইহোক, এইসব তরজায় না গিয়ে বলাই যায়, আজ তিনি যা করেছেন, তা সত্যিই সঞ্জয় ভক্তদের নাড়িয়ে দিয়েছে।

শুক্রবার মুক্তি পেল রণবীর কাপুর অভিনীত ছবি ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। দর্শকর বিচারে ভাল মার্কস নিয়েই উতরে গিয়েছে। কিন্তু তাই বলে তো আর বাবা হয়ে ছেলের ছবির ক্ষেত্রে দর্শকের উপর নির্ভর করে বসে থাকা যায় না! তাই ঝোপ বুঝে কোপ মারলেন ঋষি। আজকের দিনেই শেয়ার করলেন সঞ্জয়ের সেই ছবি যা বহু বছর ধরে কোনও এক কোনে বসে ধুলো খাচ্ছিল।

সোশাল সাইটে যে ছবিটি তিনি শেয়ার করেছেন সেখানে অজয় দেবগণ, সলমন খান, সইফ আলি খান ও অক্ষয় কুমার রয়েছেন। এঁদের মধ্যে তিনজনের সামনে ‘সঞ্জু’র পোস্টার ধরা। তাতে লেখা রয়েছে, “সঞ্জু, আমরা তোমার সাথে আছি।” ১৯৯৩ সালে TADA আইনের আওতায় যখন সঞ্জয় দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল, ছবিটি তখনকার। এই ছবিটিই প্রমাণ করে সঞ্জয়ের জীবনের সমস্ত চড়াই-উতরাইয়ে বলিউড তাঁর পাশে থে

ছবিটি পোস্ট করে ঋষি কাপুর লিখেছেন “ধন্যবাদ! তখন থেকেই ছবি প্রোমোট করছেন এঁরা।”

গ্রেপ্তারির পর ১৯৯৫ সালের অক্টোবরে জামিনে ছাড়া পান সঞ্জয় দত্ত। সেই বছর ডিসেম্বরে ফের তাকে জেলে যেতে হয়। ১৯৯৭ সালে তিনি ফের জামিনে ছাড়া পান। শুনানির সময় ১৮ মাস তাঁকে জেলেই কাটাতে হয়। শেষ পর্যন্ত ২০১৩ সালে সুপ্রিম কোর্ট তাঁকে বেআইনি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত করে। পাঁচ বছর তাঁর পুণে ইয়েরওয়াড়া জেলে থাকার আদেশ জারি হয়। ২০১৬ সালে জেল থেকে সম্পূর্ণ অব্যাহতি পান সঞ্জয়।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST