ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

নেপাল সরকারে মন্ত্রী হবেন মাত্র ১৫ জন!

admin
ডিসেম্বর ১৬, ২০১৭ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন সরকারে মন্ত্রী আছেন ৬৪ জন। মন্ত্রণালয়ের সংখ্যা ৩০। কিন্তু দেশটির নতুন সরকারে ২৫ জনের বেশি মন্ত্রী না রাখার বিধান রাখা হয়েছে সংবিধানে। দেশটির সংসদীয় কমিটি এবং উচ্চ পর্যায়ের প্রশাসনিক সংস্কার কমিটিও সুপারিশ করেছে, ১৫ এর বেশি মন্ত্রী যেন না রাখা হয়। পাশাপাশি প্রাদেশিক সরকারের মন্ত্রী সাত জনের অধিক না রাখার পরামর্শ দিয়েছে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী দেউবার মুখপাত্র গোবিন্দ পারিয়ার। তিনি বলেন, বর্তমান সরকার উপপ্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী কামাল থাপার অধীনে একটি কমিটি গঠন করেছিল। মন্ত্রণালয়ের সংখ্যা কত হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি করা হয়। কিন্তু সিদ্ধান্ত নেয়ার বিষয়ে কমিটি কিছুই করেনি। তবে নতুন সরকারে মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।