খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নেত্রকোনার কেন্দুয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার আটারো বাড়ি সড়কের আদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নয়াপাড়া ইউনিয়নের পাচার বড়বাড়ির আনজু মিয়া (৫২)। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- সিএনজির যাত্রী নয়াপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের নাদিরা আক্তার (৩৫), কিশোরগঞ্জের তেরাভাঙ্গা গ্রামের কামাল উদ্দিন ও কেন্দুয়ার দিগদাইর গ্রামের রুকন উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া আটারো বাড়ি সড়কের আদমপুর এলাকায় সিলেট থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান। আহত যাত্রীদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কেন্দুয়া থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটকের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ