খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: চোট সারিয়ে রাশিয়া বিশ্বকাপের দলে ঢুকেছেন নেইমার। তার পায়ের ছন্দেই ষষ্ঠবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন কিংবদন্তি ব্রাজিলীও তারকা রিভালদো।
গত ফেব্রুয়ারিতে প্যারিস হয়ে খেলার সময় পায়ে চোট পাওয়ার পর অস্ত্রোপচার হয় নেইমারের। চোট সারিয়ে সদ্য জাতীয় দলে ফিরেছেন ব্রাজিলীও ‘ওয়ান্ডার বয়’। গত সপ্তাহে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে নেমেছিলেন নেইমার। গোলও এসেছিল তার পা থেকে। ১৭ জুন রস্তভ এরিনায় সুইজারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল।
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিভালদোও পড়তেন নেইমারের মতো ১০ নম্বর জার্সি। তার মতে প্রাক্তন বার্সা তারকা রাশিয়া বিশ্বকাপে দাগ কাটবে। রিভালদো জানান, ‘এই মুহূর্তে জাতীয় দলে নেইমার গুরুত্বপূর্ণ সদস্য। এবার ও দলকে নেতৃত্ব দেবে। ১০ নম্বর খেলোয়াড় হিসেবে ওর বিশেষ দায়িত্ব থাকবে। ব্রাজিলের ইতিহাস তাই বলে। আমরা প্রত্যেকেই ওর দিকে তাকিয়ে থাকব। আমার বিশ্বাস ও দায়িত্ব নিতে তৈরি।’
ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতেছিল ২০০২। এই চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিভাল্ডো। বিশ্বের প্রথম এবং একমাত্র দল হিসেবে পঞ্চমবার বিশ্বজয়ের স্বাদ পায় সাম্বার দেশ। সেবার দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় অবদান ছিল তিন মূর্তি রোনালদো, রোনালদিনহো এবং রিভালদোর। এবার নেইমারের হাত ধরে ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তিনি। রিভালদো বলেন, ‘নেইমারের মতো খেলোয়াড়ই ব্রাজিলের দরকার। ওর মাঠে থাকা অন্যদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমার বিশ্বাস ওর হাত ধরে ব্রাজিল ষষ্ঠবার বিশ্বকাপ জিতবে।’
খবর২৪ঘণ্টা.কম/নজ