খবর ২৪ ঘণ্টা ডেস্ক: নুসরাত জহানের সঙ্গে তফাৎ একটাই। সেটা কী? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ও দেখতে সুন্দর আর আমি দেখতে সুন্দরী নই।
শনিবার হাসনাবাদের প্রচারসভায় বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরাতকে সঙ্গে নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, নুসরাত আমাদের ঘরের মেয়ে। আমি হিন্দু, নুসরাত মুসলমান। আমাদের মধ্যে কোনও পার্থক্য নেই। ওর যা রক্ত, আমারও তাই রক্ত। ওর দু’টো চোখ, আমারও দু’টো চোখ।
ওরও দু’টো পা, আমারও দু’টো পা। ওরও দু’টো হাত, আমারও দু’টো হাত। ওরও দু’টো কিডনি, আমারও দু’টো কিডনি। ওরও একটা লিভার, আমারও একটা লিভার। একটাই পার্থক্য। ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দরী নই।
মমতার মুখে এমন কথা শুনে হেসে ফেলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। হাসতে থাকেন শ্রোতারাও। মমতাও হাসেন। হাসতে হাসতেই তিনি বলেন, আরে একটু হাসাতেও তো হয়, তাই না! সব সময় গম্ভীর থাকলে কি হয়?
খবর২৪ঘণ্টা, জেএন