1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নিহতের সংখ্যা ৬৭, ৭০, ৭৮ নাকি ১১০? - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৪ জানয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

নিহতের সংখ্যা ৬৭, ৭০, ৭৮ নাকি ১১০?

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটছে না। দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া নিহতের সংখ্যার ব্যবধান অস্বাভাবিক।

বুধবার রাতের অগ্নিকাণ্ড নিয়ে কেউ বলছেন, নিহতের সংখ্যা ৭০। আবার কেউ বলছেন, ৭৮। কেউ কেউ বলছেন, এ সংখ্যা ৬৭।

উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ ও সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার আলী আহম্মেদ গণমাধ্যমকে ৭০টি লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন। ব্রিফিং করেও ৭০টি লাশ উদ্ধারের কথা জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ব্রিফিং করে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ বলেন, “আমরা ৬৭টি লাশ বুঝে পেয়েছি যার মধ্যে ২৭টির পরিচয় শনাক্ত হয়নি। ৪০টি লাশ শনাক্ত করার পর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা বলেন, নিহতের সংখ্যা ৬৭। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীও হাসপাতাল মর্গে লাশ হস্তান্তর পরিদর্শনে গিয়ে লাশের সংখ্যা ৬৭টি বলে জানান।

এর আগে দুপুরে ডা. সোহেল মাহমুদ নিহতের সংখ্যা ৭৮ বলে জানিয়েছিলেন। সে অনুযায়ী বিবিসিসহ বেশ কিছু গণমাধ্যম নিহতের সংখ্যা ৭৮ জন প্রচার করে।

রাতে শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে পাঠানো হয়। সেখানেও নিহতের সংখ্যা ৭৮ জন বলা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে চুড়িহাট্টায় নিহতের সংখ্যা ১১০ জন বলে দাবি করেছে। সংবাদমাধ্যমটির নয়াদিল্লি অফিস থেকে এই প্রতিবেদন করেন জেফ্রি গেটলম্যান। তাকে বাংলাদেশ থেকে সহযোগিতা করেন প্রবীর বড়ুয়া চৌধুরী ও জুলফিকার আলি মানিক।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST